ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

৪৪ বিচারক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৪৪ বিচারক করোনায় আক্রান্ত

অধস্তন আদালতের ৪৪ জন বিচারক এবং ১৬৭ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মারা গেছেন, মাগুরার জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে মারা গেছেন দুজন।

আইনমন্ত্রী আনিসুল হক আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর নিচ্ছেন।

 

 

ঢাকা/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়