সাহেদকে আসামি করে অস্ত্র মামলার চার্জশিট
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সাহেদ করিম (ফাইল ছবি)
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার চার্জশিট দিয়েছে র্যাব।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে র্যাব হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ রাইজিংবিডিকে বলেন, ‘চার্জশিটে সাহেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নৌকার মাঝিসহ অজ্ঞাত আসামিও রয়েছে। সাতক্ষীরা আদালতে বুধবার এ চার্জশিট দেওয়া হয়।’
গত ১৬ জুলাই রাতে সাতক্ষীরার দেবহাটা থানায় ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর বি/এ ধারায় সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন র্যাবের-৬ এর সিপিসি-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নজরুল ইসলাম।
মামলায় যে নৌকা দিয়ে সাহেদ ভারতে পালানোর চেষ্টা করছিলেন তার মাঝি বাচ্চুসহ ৩ জনকে আসামি করা হয়।
১৫ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে লাবন্য নদী থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে তার মালিকানাধীন উত্তরা ও মিরপুরের রিজেন্ট জেনারেল হাসপাতালে করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
সাহেদের বিরুদ্ধে পরে বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলার অস্তিত্ব পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ঢাকা/মাকসুদ/জেডআর