ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

মাগুরায় মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:০৭, ৬ অক্টোবর ২০২০
মাগুরায় মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলায় এ কে এম ফজলুল হক নামের এক মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ উঠেছে। হত্যার উদ্দেশ‌্যে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফজলুল হকের স্বজনরা। আহত ফজলুল হককে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চিত্ত বিশ্রামপুর গ্রামে কে এম ফজলুল হকের বাড়িতে তার ওপর হামলা করা হয়। ফজলুল হকের মেয়ে কাকলি রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

ফজলুল হকের ভাই বাদশা মুন্সী, তার ছেলে আব্দুল মুন্সী ও লাজুক মুন্সীসহ কয়েকজন হামলায় অংশ নেন। হামলায় ফজলুল হকের ঠোট, হাতের আঙুল জখম হয়।

আরো পড়ুন:

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারুফ বিশ্বাস জানিয়েছেন, মুক্তিযোদ্ধার ওপর হামলার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ফজলুল হক ও তার ভাইয়ের মধ‌্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে থানায় জিডিও করেছিল ফজলুল হকের পরিবার।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়