ঢাকা     বৃহস্পতিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২১ ১৪৩১

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:০১, ১৪ অক্টোবর ২০২০
নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত এক শিক্ষার্থী।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) এ তথ্য জানান।

মামলায় অভিযোগ করা হয়, নুরুল হক নুর গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বাদীকে অশালীন বলে মন্তব‌্য করেন। যা বাদীর জন্য অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক।

এর আগে গত ২০ সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। এ অভিযোগে ওইদিন লালবাগ থানায় মামলা করেন তিনি।

এদিকে, গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন মামলার বাদী এই ছাত্রী।

 

মামুন/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়