ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আবরার হত্যা মামলায় সিআইডি কর্মকর্তার সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৩০ নভেম্বর ২০২০  
আবরার হত্যা মামলায় সিআইডি কর্মকর্তার সাক্ষ্য

আবরার ফাহাদ রাব্বী (ফাইল ফটো)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিআইডির উপ-পরিদর্শক (এসআই) জাকির হাসান ইমন।

সোমবার (৩০ নভেম্বর) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে জবানবন্দি দেন তিনি। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষে আদালত আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

এর আগে আবরারের মামা আব্দুল কাদেরকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল রোববার তিনি আদালতে জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা জেরা করতে শুরু করেন। তবে গতকাল জেরা শেষ হয়নি।

আরো পড়ুন:

আবরার হত‌্যা মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত আবরারের বাবা বরকত উল্লাহসহ ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।

গত ১৪ সেপ্টেম্বর একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

আসামিদের মধ্যে ২২ জন কারাগারে আছে। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। তিনজন পলাতক আছে। আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে পেটায় বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ঘটনায় পরের দিন ৭ অক্টোবর ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়