ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
২১ আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে জঙ্গি হামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে বিচারিক আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে নেওয়া হয়। কিন্তু বিচারক আদালত থেকে বেরিয়ে যাওয়ায় তাকে ঢাকা সিএমএম আদালতে নিয়ে যায়। সেখানে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসবিরোধী এক সমাবেশের আয়োজন করে তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।  সমাবেশে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরপরই চারদিক থেকে জঙ্গিরা গ্রেনেড ছুড়ে মারে। অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে গেলেও আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষযয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক ব্যক্তি।

মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসির আদেশ দেন এবং তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

 

ঢাকা/মামুন/এসএন 


সর্বশেষ

পাঠকপ্রিয়