ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ০১:০৯, ১৯ এপ্রিল ২০২১
হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)  ইফতেখারুল ইসলাম মামুনুল হকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

আরো পড়ুন:

পুলিশ জানায়, মামুনুল হককে গ্রেপ্তার করে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের নামে যে তাণ্ডব চালানো হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। 

পড়ুন: ভাঙচুরের মামলায় গ্রেপ্তার মামুনুল: হারুনুর রশিদ

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়