ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

যে মামলায় গ্রেপ্তার মামুনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৮ এপ্রিল ২০২১  
যে মামলায় গ্রেপ্তার মামুনুল হক

পুলিশের হাতে গ্রেপ্তার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, যে মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ২০২০ সালের ৭ মার্চ দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ২৫। ওই মামলায় অভিযোগ করা হয়, ওই দিন মোহাম্মদপুর এলাকায় মারামারি হয়। এর সঙ্গে মামুনুল হক সরাসরি জড়িত। তদন্তে সে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন:

রোববার (১৮ এপ্রিল) দুপুরে মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতার মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামুনুল হকের বিরুদ্ধে আরও পাঁচ-ছয়টি অভিযোগ আছে। অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, লুটপাট, জানমালের ক্ষতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এসব মামলায় তাকে শোন অ‌্যারেস্ট দেখানো হতে পারে বলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা/মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়