ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হেফাজতের আরও দুই শীর্ষ নেতা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২৪, ২৮ এপ্রিল ২০২১
হেফাজতের আরও দুই শীর্ষ নেতা গ্রেপ্তার

‘আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াও’য়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে পৃথক অভিযানে হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার দুজন হলেন— হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী (২৮)।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ এই তথ‌্য  নিশ্চিত করেছেন।

উপ-কমিশনার বলেন, ‘২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন এই হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। এছাড়া, দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় তিনি সশরীরে নেতৃত্ব দেন।’ 

মো. মুফতি হাবীবুল্লাহ হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, এদের মধ্যে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী হেফাজতে ইসলাম ঢাকা মহানগর (১০ নং জোন) কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকার ডেমরার মদিনা চত্তর সেন্ট্রাল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ফরিদপুরের নগরকান্দা থানার বাবুর কাইচাইল গ্রামের গোলজার মিয়ার ছেলে।

ঢাকা/মাকসুদ/মেসবাহ/এনই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়