কেরানীগঞ্জে পথশিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীর কেরানীগঞ্জে এক পথশিশুকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৫ জুন) র্যাব-১০ থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব রাইজিংবিডিকে জানান, শুক্রবার (৪ জুন) রাতে কেরানীগঞ্জের মনু মিয়ার ঢাল এলাকা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, শুক্রবার সকালে ওই পথশিশুকে ধর্ষণ করে সিদ্দিক। শিশুটির বাবা-মা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। এর পরে সিদ্দিককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিদ্দিক এর আগেও একাধিক পথশিশুকে ধর্ষণ করেছে। এছাড়া, তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা আছে।
ঢাকা/মাকসুদ/রফিক