ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসির ডিবিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ জুন ২০২১   আপডেট: ১৮:৫৪, ১৪ জুন ২০২১
পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসির ডিবিতে

নাসির উদ্দিন

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত‌্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসির উদ্দিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেলে তাকে ডিবিতে নেওয়া হয়।

ডিবির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপরিচালক মো. ইফতেখারুজ্জামান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পরীমনিকে ধর্ষণ ও হত‌্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসির উদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

এর আগে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব‌্যবসায়ী নাসির উদ্দীনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি।

/মাকসুদ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়