আবরার হত্যা মামলায় সাফাই সাক্ষ্য পেছালো
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্যের তারিখ পেছালো।
রোববার (২৭ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলাটি আসামি পক্ষের সাফাই সাক্ষ্যের জন্য ধার্য ছিল। তবে এদিন কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়নি। কোনো সাক্ষীও আদালতে হাজির করেনি আসামিপক্ষ। ২৮ জুনও মামলাটি সাফাই সাক্ষ্যের জন্য ধার্য রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।