ঢাকা     মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৬ ১৪৩১

কঠোর লকডাউনের প্রথমদিনে গ্রেপ্তার সাড়ে ৫ শতাধিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১ জুলাই ২০২১   আপডেট: ২২:৪৭, ১ জুলাই ২০২১
কঠোর লকডাউনের প্রথমদিনে গ্রেপ্তার সাড়ে ৫ শতাধিক

করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রথমদিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাড়ে ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স আইনে মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন: লকডাউন দেখতে বের হয়ে আটক ২৫

এছাড়া জরিমানা ও অনেককেই মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, ওয়ারী, রমনা, মতিঝিল, লালবাগ, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়।  এ সময় স্বাস্থ্যবিধি না মানা এবং বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রমনায় ৮৫ জন, লালবাগে ৬০, মতিঝিলে ৮৫, ওয়ারী ১১৭ জন, তেজগাঁওয়ে ১০০, গুলশানে ৮৭ এবং উত্তরায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  এছাড়া ২১২ জনকে জরিমানা এবং ৩৯১ জনকে থানা থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২ জুলাই)  পুলিশ আদালতে হাজির করবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে লকডাউন কড়কড়ি নিশ্চিত করতে পাড়া-মহল্লা, অলিগলি থেকে প্রধান সড়কে টহল জোরদার করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় বা রাস্তার ওপর বসানো হয় চেকপোস্ট।  এসব পোস্টে আগত ব্যক্তি বা যানবাহনের তল্লাশি করছিল পুলিশ।  মানুষ যেন অযথা ঘোরাফেরা করতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। তবে মানুষ যেন ঘরে থেকে বের না হয়, সে কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়