ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

উত্তরা পূর্ব থানা হেফাজতে বন্দির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৩ আগস্ট ২০২১  
উত্তরা পূর্ব থানা হেফাজতে বন্দির মৃত্যু

উত্তরা পূর্ব থানায় হেফাজতে মো. লিটন (৪০) নামে এক বন্দির রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, একাধিক মাদক মামলার আসামি মো. লিটনকে আদালত রিমান্ড দিলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। সোমবার (২ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে হাজতে থাকা কম্বল ভেন্টিলেটরের সাথে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লিটন।

পুলিশ জানায়, ঘটনার পর থানার সিসি ফুটেজ পর্যালোচনা করে বন্দির আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারপরও এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির ওই সময় থানার হাজতখানায় কে কে দায়িত্বে ছিলেন, কারো কোনো অবহেলা আছে কি না ইত্যাদি বিষয় খতিয়ে দেখে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। 

এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। লিটনের মৃত্যু নিশ্চিত হতে তার লাশ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে উত্তরার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা/মাকসুদ/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়