ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লকডাউনের দ্বাদশ দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৫৪

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ৩ আগস্ট ২০২১  
লকডাউনের দ্বাদশ দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩৫৪

রাজধানীতে পুলিশের চেকপোস্ট

লকডাউনের ১২তম দিন মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে ৩৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্রাম‌্যমাণ আদালত ১২০ জনকে ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন। ট্রাফিক পুলিশ ৫৩২টি গাড়িকে ১১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে।

আরো পড়ুন:

লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এর পাশাপাশি পুলিশের টহল ও ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান অব‌্যাহত আছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়