পরীমনিসহ ৪ জনকে গ্রেপ্তার দেখালো র্যাব
রাজধানীর বনানী থেকে অবৈধ মাদকসহ শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনি ও নজরুল ইসলাম ওরফে রাজসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে র্যাব সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মুঠোফোন বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান রাইজিংবিডিকে বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
জানা গেছে, গ্রেপ্তাকৃতদের মধ্যে পরীমনির গাড়ির ড্রাইভার ও তার বাসার গৃহপরিচারিকা রয়েছেন। চারজনের বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার বনানীর বাসা চারদিক ঘিরে ফেলে প্রায় চার ঘণ্টা ভেতরে তল্লাশি শেষে পরীমনিসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ, এলএসডি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই রাতে বনানীর ৭ নম্বর রোডে পরীমনির বন্ধু রাজের বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ উদ্ধার হয়।
/মাকসুদ/এসবি/