ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পরীমনি ও রাজকে বনানী থানায় হস্তান্তর করা হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৫ আগস্ট ২০২১   আপডেট: ১৮:১৫, ৫ আগস্ট ২০২১
পরীমনি ও রাজকে বনানী থানায় হস্তান্তর করা হচ্ছে

চিত্রনায়িকা পরীমনি ও তার বন্ধু নজরুল ইসলাম রাজসহ চারজনকে বনানী থানায় হস্তান্তর করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে তাদের র‌্যাব থেকে থানা হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, র‌্যাব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে।

আরো পড়ুন:

র‌্যাব সূত্রে জানা গেছে, পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজ ও তার সহযোগী সবুজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গ্রেপ্তারকৃত ব‌্যক্তিরা নিজেদের দখলে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি, আইস এবং সিসা রেখেছিল। যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণেই তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে এবং একই এলাকার অপর বাসা থেকে রাজকে গ্রেপ্তার করে র‌্যাব। দুজনের বাসা থেকেই মাদক জব্দ করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়