ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আদালতে পরীমনি-রাজ, রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৫ আগস্ট ২০২১   আপডেট: ২০:৩৪, ৫ আগস্ট ২০২১
আদালতে পরীমনি-রাজ, রিমান্ড আবেদন

চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৫ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে নেওয়া হয়।

মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা মামলায় পরীমনির ৭ দিন এবং মাদক ও পর্নোগ্রাফি আইনের মামলায় রাজের ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালতে এ বিষয়ে শুনানি হবে।

আরো পড়ুন:

এর আগে র‌্যাব তাদের বিরুদ্ধে বনানী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ওই রাতে বনানীর ৭ নম্বর রোডের বাসা থেকে নজরুল ইসলামকে আটক করে র‌্যাব। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়