ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

আদালতে ঢুকেই আইনজীবীকে জড়িয়ে ধরেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৪, ৬ আগস্ট ২০২১   আপডেট: ০৮:২০, ৬ আগস্ট ২০২১
আদালতে ঢুকেই আইনজীবীকে জড়িয়ে ধরেন পরীমনি

রাত সাড়ে ৮টার কিছু আগে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আদালত পাড়ায় হাজির হয় পুলিশ। নবম তলায় ওঠানো হয় লিফট দিয়ে। দুইজন মহিলা পুলিশ দুই হাত ধরে তাকে এজলাসে নিয়ে যান। আসামির কাঠগড়ায় উঠেই এক আইনজীবীকে জড়িয়ে ধরেন পরীমনি। এ দৃশ্য দেখে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নিয়ে আসে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত শুনানি শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে।

এরপর ৮টা ৩২ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। তখন পরীমনির আইনজীবী কে হবেন এ নিয়ে কিছুটা দ্বন্দ্ব চলে দু‘পক্ষের মধ্যে। আদালতে হট্টগোল শুরু হয়। পরে বিচারক বলেন, পরীমনির সাথে কথা বলেন, উনি কাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিবেন।

রিমান্ড শুনানি শুরু হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিচারক এজলাস থেকে নেমে খাসকামড়ায় চলে যান।

এরপর পরীমনি নীলাঞ্জনা রিফাত সুরভীকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন।

এরপর ৮ টা ৩৬ মিনিটের দিকে আবার বিচারক এজলাসে ওঠেন। এরপর শুরু হয় রিমান্ড শুনানি।

এদিকে আসামির কাঠগড়ায় পরীমনি কখনো মাথা নুয়ে, কখনো মাথায় হাত রেখে অবস্থান করেন। এসময় তার হাতে ঘড়ি, ব্রেসলেট, আংটি দেখা যায়।

পরীমনিকে দেখতে আদালতে ভীড় জমান আইনজীবীরাও। তাকে একপলক দেখতে উঁকি-ঝুকি মারেন। আদালতের বাইরের গেইটে সাধারণ জনগণও দাঁড়িয়ে ছিলেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এদিকে পরীমনির আদালতে আসাকে কেন্দ্র করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্যও।

এদিন আদালত পরীমনি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনের পৃথক দুই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও সবুজ আলী।

ঢাকা/মামুন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়