ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পরীমনি ইস‌্যুতে এডিসি সাকলায়েনকে ডিবি থেকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৭ আগস্ট ২০২১   আপডেট: ১৭:০২, ৭ আগস্ট ২০২১
পরীমনি ইস‌্যুতে এডিসি সাকলায়েনকে ডিবি থেকে বদলি

গোলাম সাকলায়েন (ফাইল ফটো)

চিত্রনায়িকা পরীমনি ইস্যু নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে বদলি করা হয়েছে। 

শনিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) কমিশনারের এক অফিস আদেশে তাকে ডিবি থেকে পুলিশের পাবলিক অর্ডার ম‌্যানেজমেন্ট (পিএমও) বিভাগে বদলি করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, ‘তদন্তের স্বার্থেই এ কর্মকর্তাকে তদন্ত কার্যক্রম থেকে বিরত করা হয়েছে।’

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, পরীমনির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাকলায়েন গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তারই অংশ হিসেবে পরীমনির দায়ের করা একটি মামলার তদন্তভার তাকে দেওয়া হয়। মামলার তদন্ত করতে গিয়ে তিনি পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়