ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হেলেনা-পরীমনিদের মামলার তদন্তভার চায় র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৯ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩৩, ৯ আগস্ট ২০২১
হেলেনা-পরীমনিদের মামলার তদন্তভার চায় র‌্যাব

নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীর ও পরীমনি (ফাইল ফটো)

হেলেনা জাহাঙ্গীর,পরীমনি ও নজরুল ইসলাম রাজসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলা তদন্ত করতে চায় র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়ন (র‌্যাব)। এজন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে সংস্থাটি।

সোমবার (৯ আগস্ট) বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন এ তথ‌্য জানিয়েছেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সাতজনের বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় করা মামলাগুলোর তদন্ত করতেই আমরা আবেদন করেছি। অনুমতি পেলে মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করা হবে।’

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শরিফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, পরিমনির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দিপুর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এর আগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাবের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়