ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় অধ্যক্ষ হত্যা : ২ জনের স্বীকারোক্তি, রিমান্ডে ১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১০ আগস্ট ২০২১  
আশুলিয়ায় অধ্যক্ষ হত্যা : ২ জনের স্বীকারোক্তি, রিমান্ডে ১

আশুলিয়ায় নিখোঁজের ২৭ দিন পর সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অপর এক আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মিলন ফকির তিন আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অংশীদার রবিউল ইসলাম ও তার ভাগ্নে বাদশা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং মোতালেব হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সিকদারের আদালত বাদশার এবং আরেক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান আসামি রবিউলের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান আসামি মোতালেব হোসেনের সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে সাত দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের আশুলিয়ার সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৩ জুলাই থেকে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে গত ২২ জুলাই তার ছোট ভাই রিপন চন্দ্র বর্মন আশুলিয়া থানায় একটি জিডি করেন। মিন্টু চন্দ্র বর্মণের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির অংশীদার রবিউল ও মোতালেব ঘটনার পর থেকে বিভিন্ন যায়গায় লুকিয়ে ছিলেন। 

রোববার মধ্যরাতে রবিউলকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আটক করে র‌্যাব। পরে জিজ্ঞাসাবাদে রবিউল জানায়, গত ১৩ জুলাই রাতে রবিউল ও তার ভাগ্নে বাদশা অধ্যক্ষকে হত্যা করেন। স্কুলে সান্ধ্যাকালীন কোচিং পরবর্তী রাত ৯টায় রবিউল ও তার ভাগিনা বাদশা অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে স্কুলের ৬ নম্বর কক্ষে ডেকে নেন। 

প্রথমে বাদশা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে রবিউল ও বাদশা দুজন মিলে মিন্টু চন্দ্রকে ছয় টুকরা করে পাঁচ টুকরা স্কুলের ভেতরেরই মাটি চাপা দেন। আরেকটি অংশ পলিথিনে মুড়ে রাজধানীর আশকোনাতে একটি ডোবায় ফেলে দেন। মোতালেবকে রাজধানীর আশকোনা থেকে এবং বাদশাকে রংপুরের সুন্দরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ঢাকা/মামুন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়