পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি কারাগারে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
গুলশান থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে জিমিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
জিমির পক্ষে তার আইনজীবী মো. খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, ‘সামান্য একটি মাদক মামলায় এভাবে বারবার রিমান্ডের আবেদন করা কতটা যুক্তিসঙ্গত? সে বিষয়ে বিবেচনা করার জন্য বিজ্ঞ আদালতের কাছে সুবিবেচনা আশা করছি।’
রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন বলেন, ‘বিভিন্ন জায়গার বিভিন্ন আপত্তিকর লোক ও মাদকের উৎস সম্পর্কে জানার জন্য তার রিমান্ডের আবশ্যকতা রয়েছে।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিমির রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে জিমিকে আটক করা হয়। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা/মামুন/সনি