ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আদালতে নেওয়া হচ্ছে পরীমনিকে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৩ আগস্ট ২০২১   আপডেট: ১২:০৫, ১৩ আগস্ট ২০২১
আদালতে নেওয়া হচ্ছে পরীমনিকে

চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে। 

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরীমনিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হবে ।সেক্ষেত্রে মামলার তদন্ত স্বার্থে প্রয়োজনে তাকে আবার রিমান্ড চাওয়া হতে পারে ।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পরীমনির কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে তা তিনি কোথা থেকে, কিভাবে পেয়েছেন ,নিজের সেবনসহ অন্য কারো কাছে সরবরাহ করতেন কিনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত বলেছে। যেগুলো নিয়ে সিআইডি যাচাই-বাছাই করছে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে বনানীর  বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পরীমনিকে আটক করে র‌্যাব। পরে গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলায় তাকে প্রথমে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ২ দিনের রিমান্ডে নেয় সিআইডি।

/মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়