ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পরীমনির জামিন আবেদন, শুনানি ১৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৬ আগস্ট ২০২১   আপডেট: ০৬:৫০, ১৭ আগস্ট ২০২১
পরীমনির জামিন আবেদন, শুনানি ১৮ আগস্ট

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। আদালত আগামী ১৮ আগস্ট জামিন শুনানির দিন ধার্য করেছেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘আমরা পরীমনির জামিন শুনানি করতে চেয়ে বিশেষ আবেদন করি। আদালত আগামী ১৮ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।’

আরো পড়ুন:

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে পরীমনি কারাগারে আছেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়