ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ০৮:৫২, ১৭ আগস্ট ২০২১
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১৬ আগস্ট) মধ‌্য রাতে ঝিলমিল আবাসিক এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাব জানায়, ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

আরো পড়ুন:

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে  জানান, ভোর ৫টার দিকে র‌্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। লাশ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে। 

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়