মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার জেএমবি নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা মোহাম্মদ এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শাকিল জোয়ার্দ্দার আসামিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানায় করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।
গত ১০ সেপ্টেম্বর এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ৯ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসিলার একটি বাসায় অভিযান চালিয়ে বিভক্ত জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানে পিস্তল, গুলি, বিস্ফোরক, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।
মামুন/সুমি