ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

চট্টগ্রামে ওসি’র নামে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০২:২০, ২০ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামে ওসি’র নামে চাঁদা দাবি, আটক ৩

চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, আজিম হোসেন ইমন (২৭), আরিফ হোসেন (৩০) এবং তারেক (২২)।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদগঞ্জ এলাকার লুৎফর রহমান নামের এক ব্যবসায়ীর কাছে ওসি পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি।  তিনি নিজেকে কোতোয়ালী থানার ওসি পরিচয় হিসেবে পরিচয় দেন।  চাঁদা না দিলে ব্যবসা করতে পারবে না বলেও হুমকি দেন। পরে ওই ব্যবসায়ী ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনা নিশ্চিত হয়ে প্রথমে ইমন নামের একজনকে আটক করে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আসামিরা কখনো রিকশা চালক, কখনো দিনমজুর হিসেবে কাজ করে। তারা বিভিন্ন সময়ে ভিকটিম সেজে বিভিন্ন থানায় গিয়ে থানার ওসি ও অফিসারদের নাম সংগ্রহ করে। পরে তারা থানার বিভিন্ন ঘটনা সম্পর্কে খোঁজ নেয়। খোঁজ নিয়ে ওই ঘটনার দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম ব্যবহার করে আসল বাদী, বিবাদীর কাছ থেকে চাঁদা দাবি করে। 

রেজাউল/সুমি


সর্বশেষ

পাঠকপ্রিয়