ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

রামপুরায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২১  
রামপুরায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ফাইল ছবি

রাজধানীর পূর্ব রামপুরা থেকে লিমা আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তার স্বামী মো. হৃদয় পলাতক রয়েছেন। 

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যায়। 

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘স্থানীয় সংবাদ পেয়ে পূর্ব রামপুরার ৬ তলা সিরাজ মিয়ার বাড়ির ৪ তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চার দিন আগে তিনি মারা যেতে পারে।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, চার তলার ফ্ল্যাটে চারজন ভাড়াটিয়া মিলে সাবলেট থাকতো। গত ছয় মাস ধরে হৃদয় ও লিমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় বাস করছিলেন। তবে চার দিন ধরে বাসার দরজা-জানালা বন্ধ থাকায় প্রথমে আশপাশের লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে দুর্গন্ধ বের হতে থাকে। পরে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

মাকসুদ/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়