ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কাজী ইব্রাহীম ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২১
কাজী ইব্রাহীম ২ দিনের রিমান্ডে

মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি কাজী ইব্রাহীমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই মো. হাসানুজ্জামান কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আরো পড়ুন:

কাজী ইব্রাহিমের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে হেমায়েত উদ্দিন খান (হিরণ) এর বিরোধিতা করেন।  উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম এ তথ্য জানান।  

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কাজী ইব্রাহিম নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন।

মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহিমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

জেড এম রানা নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে প্রতারণা মামলা  করেন।  ডিজিটাল নিরাপত্তা আইনের  মামলাটি করা হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

মামুন/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়