ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৪ সাংবাদিক

এএম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৪ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৪ সাংবাদিক

ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৪ মার্চ : সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যম প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি সবাই সচেতন হয়ে যার যার ভূমিকা পালন করলে বাংলাদেশ অবশ্যই যক্ষ্মার ঝুঁকি থেকে মুক্ত হবে।  সোমবার যক্ষ্মাবিষয়ক সাংবাদিকতায় ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

জাতীয় যক্ষ্মা দিবস উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৩ সালের যক্ষ্মাবিষয়ক রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে তিনটি প্রতিষ্ঠান এবং জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের ২৪ জন সাংবাদিক এই পুরস্কার পান। নিজ নিজ ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে সমকাল , ফিন্যান্সিয়াল  এক্সপ্রেস  আর চ্যানেল আই ।

ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মুহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন নাটাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাফফর হোসেন পল্টু,  ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর ড. মোহাম্মদ আশেক হোসেন।

ব্র্যাক কমিউনিকেশনস এবং অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের প্রোগ্রাম হেড স্নিগ্ধা আলি ও সিনিয়র অ্যাডভাইজার আফসান চৌধুরীর সঞ্চালনায়  স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ড. কাওছার আফসানা। তিনি বলেন, সারা দেশে যক্ষ্মারোগের মোকাবেলায় জাতীয় ও আঞ্চলিক সংবাদকর্মীরা যে প্রশংসনীয় ভুমিকা রাখেন তার স্বীকৃতি হিসেবেই ২০০৮ সালে এই পুরস্কারটি প্রবর্তন করেছে ব্র্যাক।

জুরি বোর্ডের প্রধান বার্তা সংস্থা এপির সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন বলেন, এই পুরস্কার প্রবর্তনের পর থেকে পত্রপত্রিকায় যক্ষাবিষয়ক রিপোর্টিং বেশি হচ্ছে এবং গুণগত মানও ভালো হচ্ছে। এটি অবশ্যই সুফল হিসেবে গণ্য হবে।

স্বাস্থ্য মহাপরিচালক গণমাধ্যমকর্মীদের প্রশংসা করে বলেন, মিডিয়ার কল্যাণে আমাদের স্বাস্থ্যকর্মীদের কাজ সহজতর হয়েছে। প্রমাণস্বরূপ বলা যায়, প্রত্যন্ত এলাকার অশিক্ষিত লোকেরাও এখন ডায়রিয়া রোগীদের ওরাল স্যালাইন বানিয়ে খাওয়াতে পারে। এটা সম্ভব হয়েছে মিডিয়ার কল্যাণেই। তাই এদের পুরস্কৃত করায় ব্র্যাককে অভিনন্দন।  
 অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক ড. মো. আকরামুল ইসলাম।

চ্যানেল আই-এর পক্ষে পুরস্কার গ্রহণ করে প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, উন্নয়নপ্রচেষ্টা যে কেবল রাজধানীকেন্দ্রিক নয়, তার বড় প্রমাণ দিল ব্র্যাক জেলা-উপজেলা পর্যায়ের এতজন সাংবাদিককে পুরস্কার দিয়ে। তাঁর মতে, দেশের প্রতিটি টিভি চ্যানেলেরই উচিত সামাজিক দায়িত্ব পালনে দৈনিক আরও কিছুটা সময় বরাদ্দ রাখা।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের পক্ষে পুরস্কার গ্রহণ করে এর উপ-সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, অর্থনীতিকেন্দ্রিক পত্রিকা হওয়ায় আমরা স্বাস্থ্যবিষয়ক রিপোর্টিংয়ে অনেক সময় ইচ্ছে থাকলেও বেশি জায়গা দিতে পারি না। এর মধ্যেও যথাসাধ্য চেষ্টা করি,  আগামীতে এই চেষ্টা থাকবে।

সমকালের পক্ষে পুরস্কার গ্রহণ করে এর যুগ্ম-সম্পাদক রাশিদ উন নবী বাবু বলেন, সমকাল বরাবরই সামাজিক দায়িত্ববোধের খবর প্রকাশের জন্য বেশি জায়গা বরাদ্দ রাখে। এই পুরস্কার আমাদের আরো উৎসাহিত করবে।

সভাপতির বক্তব্যে ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকর্মীরা সবসময়ই ব্র্যাককে পাশে পাবেন।

 

রাইজিংবিডি/ব্র্যাক পিআর/এএম

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়