ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

মেঘদলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৮ নভেম্বর ২০২১   আপডেট: ১১:০৮, ৮ নভেম্বর ২০২১
মেঘদলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

ব্যান্ড দল মেঘদলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে গত ২ নভেম্বর মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী ইমরুল হাসান। আদালত তা গ্রহণ করে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

সোমবার (৮ নভেম্বর) সকালে ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন মামলাটি প্রত্যাহার করেছেন এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

আরো পড়ুন:

গত ২৮ অক্টোবর ইমরুল হাসান আদালতে মেঘদলের সাত জনের বিরুদ্ধে মামলা করেন। ৩১ অক্টোবর আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয় মেঘদলের ভোকাল শিবু কুমার শিল, মেজবা-উর রহমান সুমন, গিটারিস্ট- ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবারিয়া, ড্রামস বাদক আমজাদ হোসেন, কিবোর্ড বাদক তানভির দাউদ রনি, বাঁশি বাদক সৌরভ সরকারকে।

এরআগে ইমরুল হাসান ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রীতা দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধেও মামলা করেন।

রীতা দেওয়ানের মামলার বিচার শুরু হয়েছে। জিয়া রহমানের মামলাটি তদন্তাধীন।

ঢাকা/মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়