ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ঢাবির মেধাবী শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৪, ১৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৮:০৪, ১৫ ডিসেম্বর ২০২১
ঢাবির মেধাবী শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে (২২)  নির্যাতনে  হত্যার অভিযোগ উঠেছে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করছেন স্বজনেরা। মেঘলা ঢাবির নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে ছিল।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি প্রবাসীও। তবে এটি হত্যা, না আত্মহত্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

মেঘলার সহপাঠী ও স্বজনরা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে বনানীর স্বামীর বাড়িতে নির্যাতনে মেঘলার মৃত্যু হয়। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেঘলা শরীরে নির্যাতনের চিহ্নও আছে। এ কারণে তারা সন্দেহ করছেন তাকে নির্যাতনে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। মেঘলা আত্মহত্যা করতে পারে না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।

মাকসুদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়