ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

হোসেনি দালানে বোমা হামলা মামলার রায়: আপিল করবে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৫ মার্চ ২০২২  
হোসেনি দালানে বোমা হামলা মামলার রায়: আপিল করবে রাষ্ট্রপক্ষ

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় আট আসামির মধ্যে দুজনকে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। তবে, নাখোশ রাষ্ট্রপক্ষ। তারা আপিল করবেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন:

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামির সাজা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জন খালাস পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় কিন্তু দুই জনের সাজা হয়েছে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর দেখে-শুনে আমরা আপিল করব।’

তদন্ত কর্মকর্তার গাফিলতির বিষয়ে আব্দুল্লাহ আবু বলেন, ‘মামলাটা আরও সচেতনভাবে তদন্ত করা উচিত ছিল। মনে হয়, তাদের কিছুটা গাফিলতি আছে।’

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে, দুই আসামির সাজা না হয়ে খালাস পেলে আরও খুশি হতাম।’

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়