ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

মুরসালিন হত্যা মামলার আসামি ১৫০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২২ এপ্রিল ২০২২   আপডেট: ১৫:৫৬, ২২ এপ্রিল ২০২২
মুরসালিন হত্যা মামলার আসামি ১৫০

মো. মুরসালিন

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মুরসালিনের ভাই বাদি হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শ ম কাইয়ুম রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে মুরসালিনের ভাই নূর মোহাম্মদ বাদি হয়ে হত্যা মামলা করেন।  তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

থানা সূত্রে জানা গেছে, এর আগে এ ঘটনায় কুরিয়ার কর্মী নাহিদের বাবা বাদি হয়ে মামলা করেন।  তবে সেখানেও কাউকে আসামি করা হয়নি। উভয় মামলার তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের নাম অন্তর্ভুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আরো পড়ুন:

উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হলেও কুরিয়ার কর্মী নাহিদ ও মুরসালিন আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩টি মামলা করেছে।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়