নিউমার্কেটে সংঘর্ষ: ৬ হামলাকারী শনাক্ত
সংগৃহীত ছবি
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকালে কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় অস্ত্রধারী ছয় হামলাকারীকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইমন নামের একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান উপ-কমিশনার মো. ফারুক হোসেন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘যে ছয়জনকে শনাক্ত করা হয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।’
উল্লেখ্য, ১৮ এপ্রিল মধ্যরাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন নাহিদ ও মোরসালিন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ এপ্রিল নাহিদ ও ২০ এপ্রিল মোরসালিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের স্বজনরা থানায় পৃথক হত্যা মামলা দায়ের করেছেন।
মাকসুদ/রফিক