ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

জামিন পাননি ই-অরেঞ্জের রাসেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৮ অক্টোবর ২০২২  
জামিন পাননি ই-অরেঞ্জের রাসেল

প্রতারণা করে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলকে জামিন দেননি হাইকোর্ট। 

তার জামিন আবেদনের বিষয়ে শুনানি আরও চার মাস (স্ট্যান্ডওভার) মুলতবি রেখেছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আরো পড়ুন:

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে সোমবার (১৭ অক্টোবর) এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট।

মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মো. তাহেরুল ইসলাম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে গুলশান থানায় গত বছর ১৬ আগস্ট রাতে প্রতারণার মামলা করেন। 

আসামিরা হলেন-সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান, আমানুল্লাহ, বিথী আক্তার, কাওসার ও ই-অরেঞ্জের সব মালিক।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়