ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ডিবি কার্যালয়ে হিরো আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:৪৪, ১ এপ্রিল ২০২৩
ডিবি কার্যালয়ে হিরো আলম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন বহুল আলোচিত ইউটিউবার হিরো আলম।

ব্যক্তিগত কাজে শনিবার (১ এপ্রিল) বিকেলে ডিবির কার্যালয়ে যান তিনি।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার এ তথ্য জানিয়েছেন।  

পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকান উদ্বোধনে সম্প্রতি বাংলাদেশ থেকে দুবাইয়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউবার হিরো আলমসহ অনেকে।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলে তখন ডিবির প্রধান হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়