ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ঢামেক থেকে নারীসহ ৪ দালাল আটক

প্রকাশিত: ১৩:১৬, ৫ জুন ২০২৩   আপডেট: ১৩:১৭, ৫ জুন ২০২৩
ঢামেক থেকে নারীসহ ৪ দালাল আটক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে নারীসহ দালাল চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে বৃহস্পতিবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রাসেল (২৬), মো. মিজান (২৮), মো. ইউসুফ (১৯) ও মোসা. ঝুনু বেগম (৫৫)।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে। তারা সাধারণ রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়সহ প্রতারণা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দালাল চক্রের ১ নারী সদস্যসহ ৪ জনকে আটক করি। তারা অহেতুক অবৈধভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি আমাদের কাছে সন্দেহ হওয়ায় আমরা তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করি।

আরো পড়ুন:

হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, হাসপাতালে ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। সেখানে এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়