ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিমানের সিটের নিচ থেকে ৩০ কোটি টাকার স্বর্ণ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৭ জুলাই ২০২৩  
বিমানের সিটের নিচ থেকে ৩০ কোটি টাকার স্বর্ণ জব্দ

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

সোমবার (১৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর গণমাধ্যমকে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। 

উদ্ধারকৃত স্বর্ণ বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এআরও সারোয়ার কবীর।
 

/মাকসুদ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়