ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

অধ্যাপক তাহের হত্যা: আসামিদের ফাঁসি কার্যকরে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৭ জুলাই ২০২৩   আপডেট: ১৩:২৮, ১৭ জুলাই ২০২৩
অধ্যাপক তাহের হত্যা: আসামিদের ফাঁসি কার্যকরে বাধা নেই

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সোমবার (১৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আলী রেজার রুকুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, এটি একটি হাস্যকর রিট। আপিল বিভাগ আসামিদের রিভিউ খারিজ করে দিয়েছেন। এই মুহূর্তে রিট শোনার সুযোগ নেই।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, যখনই ফাঁসির মঞ্চ প্রস্তুত হয় তখনই এমন একটি রিট হয়।

এর আগে গত সপ্তাহে ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে রিট করেন তার পরিবারের সদস্যরা।

/মামুন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়