ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

হিরো আলমের ওপর হামলার মামলা তদন্ত করবে ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৩ জুলাই ২০২৩  
হিরো আলমের ওপর হামলার মামলা তদন্ত করবে ডিবি

ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২২ জুলাই) বনানী থানা থেকে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছেন।

বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর হয়েছে তদন্তের জন্য। এখন থেকে মামলার তদন্ত করবে ডিবি গুলশান বিভাগ।

আরো পড়ুন:

জানা গেছে, হিরো আলমের ওপর হামলায় যারা জড়িত, তাদের আইনের আওতায় নিতে নির্দেশ দিয়েছে সরকার। এখন ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১৭ জুলাই রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা হয়।  পরের দিন ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়