ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

নুরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৪ জুলাই ২০২৩  
নুরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল-মঈন

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র‍্যাব।

সোমবার (২৪ জুলাই) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কেএনএফের ভেরিফায়েড পেজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেছে। কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা আমাদের গোয়েন্দারা কাজ করছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে। তদন্তপূর্বক কেএনএফ এর সঙ্গে কোন ব্যক্তি বা গোষ্ঠীর যোগাযোগ থাকলে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তার আগে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নিয়ে নিশ্চিত হতে হবে। 

আরো পড়ুন:

/মাকসুদএসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়