ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ঢাবির ময়লার স্তূপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১১:০০, ১২ আগস্ট ২০২৩   আপডেট: ১১:১৬, ১২ আগস্ট ২০২৩
ঢাবির ময়লার স্তূপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার 

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা ৯৯৯ খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনে  ময়লার স্তূপ থেকে লুঙ্গি দিয়ে পেচানো অবস্থায় দুটি ছেলে নবজাতক মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, দেখে ধারণা করা হচ্ছে, জমজ বাচ্চা। ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করে জানা গেছে সেখানে কোনো জমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় তাদের ফেলে রেখে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়