ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ধর্মঘটে শত শত রোগী মৃত্যুর দায় চিকিৎসকদের : আদালত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১৪ আগস্ট ২০২৩   আপডেট: ২২:০৮, ১৪ আগস্ট ২০২৩
ধর্মঘটে শত শত রোগী মৃত্যুর দায় চিকিৎসকদের : আদালত

ধর্মঘটসহ নানা ধরনের বিক্ষোভ কর্মসূচির সময় অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের প্রতি উষ্মা প্রকাশ করেছেন আদালত।

সোমবার (১৪ আগস্ট) এইচএসসি পরীক্ষার্থী তাহসিন হোসাইনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার জামিন শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত এই প্রতিক্রিয়া জানান।  

এদিন এ মামলায় ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ছয় জনকে জামিন পেয়েছেন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সার্জন মো. সাইফুল্লাহ, সহকারী সার্জন সিকদার আল আমিন মাকসুদ, ডা. সাব্বির আহমেদ, ডা. মোশারফ হোসেন, ডা. এস এম মাশরাফি ইনসান কনক ও ল্যাবএইডের ব্রাঞ্চ ম্যানেজার (ধানমন্ডি) মো. শাহজাহান।  

জানা যায়, ভুল চিকিৎসায় এইচএসসি পরীক্ষার্থী তাহসিন হোসাইনের মৃত্যুর অভিযোগে গত ২৬ জুন ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ছয় চিকিৎসকসহ সাত জনের বিরুদ্ধে ঢাকার আদালতে হত্যা মামলা করেন বাবা মনির হোসেন।

মামলা দায়েরের পর আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 

আসামিদের পক্ষে জামিন শুনানি করেন কাজী নজিব উল্যাহ হিরু। বাদীপক্ষে তানভীর আহমেদ সজিবসহ কয়েকজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

বাদীপক্ষের আইনজীবী তানভীর আহমেদ সজীব জানান, জামিন শুনানির সময় বিচারক চিকিৎসকদের প্রতি উষ্মা প্রকাশ করেন, চিকিৎসকদের উদ্দেশে নানা প্রশ্ন করেন। বেশিরভাগ সময়ই তারা নির্লিপ্ত ছিলেন। 

শুনানির একপর্যায়ে বিচারক বলেন, একজন চিকিৎসকের বিরুদ্ধে কোনও মামলা হলে বা কোনও চিকিৎসককে কারাগারে নেওয়া হলে আপনারা আন্দোলন করেন, কারণ কী? ট্রেড ইউনিয়ন যেভাবে আন্দোলন করে, আপনারাও সেভাবে আন্দোলন শুরু করেন, ধর্মঘট করেন। 

চিকিৎসকদের নিশ্চুপ দেখে আদালত আবার বলেন, যেখানে অনেক চিকিৎসক থাকেন তাদের মধ্যে কেউ কেউ তো অপরাধ করতে পারে। এ বিষয়ে কী বলেন?

একজন চিকিৎসক তখন বলে ওঠেন, জি, করতে পারেন। আদালত তখন বলেন, তাহলে সেই অপরাধী চিকিৎসকের পক্ষ নিয়ে আপনারা যখন ধর্মঘট করেন, তখন অনেক রোগীও মারা যান। ঠিক কি না?

এর উত্তরে চিকিৎসকদের মধ্য থেকে কেউ বলেন, ঠিক। আদালত তখন বলেন, শত শত রোগী মারা যাওয়ার সেই দায়দায়িত্ব আপনাদের। এ জন্যই তো আপনারা হত্যার দায়ে দায়ী।

চিকিৎসকেরা এ কথার জবাবে কোনও কথা বলেননি। 

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়