ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৬ আগস্ট ২০২৩  
পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

পল্টন থানা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সময় আটক ১৬ নেতাকর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশ বাদি হয়ে পল্টন থানায় মামলা হয়। মামলায় জামায়াতের ১১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পল্টন থানা সূত্রে জানা যায়, সাঈদীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ জোহর জামায়াতের নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা বায়তুল মোকাররমের উত্তর ফটকে বেরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। 
 

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়