ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ছাত্রদলের ২ নেতা রিমান্ডে, ৪ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২০ আগস্ট ২০২৩   আপডেট: ১৮:২৮, ২০ আগস্ট ২০২৩
ছাত্রদলের ২ নেতা রিমান্ডে, ৪ নেতা কারাগারে

গ্রেপ্তার ৬ ছাত্রদলের ২ জনের অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনের সাব-ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) ও মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে (৩২) আদালতে হাজির করেন। এদের মধ্যে মমিনুল ইসলাম ও আরিফ বিল্লাহকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

একই থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ বিল্লাহসহ অন্য ৪ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শওকত আকবর এ তথ্য জানান।

এর আগে শনিবার (১৯ আগস্ট) তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়