ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নারী কর কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৬ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:০০, ২৬ আগস্ট ২০২৩
নারী কর কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

নারী কর কর্মকর্তাকে মারধরের অভিযোগে এই তিন জনকে গ্রেপ্তার করা হয়

নারী কর কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান আসামি মাসুদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানায়। 

শুক্রবার (২৫ আগস্ট) রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানী সবুজবাগ এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: টাকার লোভে যুগ্ম কমিশনারকে অপহরণ

এর আগে গত ১৮ আগস্ট রাত ৮ টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুন মগবাজার থেকে নিজের গাড়িতে করে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। সোয়া ৮টার দিকে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় গাড়িটি পৌঁছালে একটি মোটরসাইকেল গাড়িতে ধাক্কা দেয়। চালক গাড়িটি থামালে অপহরণকারী চক্রের সদস্যরা জোরপূর্বক গাড়ির চালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এরপর তারা মাসুমা খাতুন ও গাড়ি  চালক আনোয়ারকে মারধর শুরু করে। এক পর্যায়ে আনোয়ারকে গাড়ি থেকে বের করে দিয়ে মাসুমাকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায় তারা। ওই রাতে সবুজবাগের একটি বাসার গ্যারেজে গাড়িটি ঢোকানো হয়। ওই গাড়িতেই আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়।

ঢাকা/মাকসুদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়