ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বিএনপি নেতা জি কে গউছ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৩০ আগস্ট ২০২৩  
বিএনপি নেতা জি কে গউছ রিমান্ডে

বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন গউছকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কোতয়ালী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর আফতাবুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামি গউছ হবিগঞ্জ সদর মডেল থানায় ২০১৫ সালে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের সাথে যোগসাজশে হবিগঞ্জ সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে। হত্যার ষড়যন্ত্রের মূল রহস্য উদঘাটন এবং এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়