ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কোনো পক্ষকে খুশি করতে এমন সিদ্ধান্ত: ডিএজি এমরান প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৩
কোনো পক্ষকে খুশি করতে এমন সিদ্ধান্ত: ডিএজি এমরান প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

‘অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ড. ইউনূসের বিপক্ষে বিবৃতির কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্য কোনো পক্ষকে খুশি করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া এটা (বিবৃতিতে স্বাক্ষরে অসম্মতি) বলেছেন। নিশ্চয়ই এখানে তার কোনো উদ্দেশ্যে ছিল।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, ‘যদি তাকে কেউ বিবৃতিতে স্বাক্ষর করতে বলত, তার তো উচিত ছিল, অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাকে জিজ্ঞেস করা। কিন্তু, তিনি আমার সঙ্গে কোনো কথাই বলেননি। গতকাল তিনি ছুটিতে ছিলেন। কিন্তু, কোর্ট-প্যান্ট পরে সরাসরি সাংবাদিকদের ব্রিফ করেছেন। এখানে নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে।’

ডিএজি এমরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি তার নিয়োগকারী কর্তৃপক্ষ না। তাই, এ বিষয়ে কিছু বলতে পারব না।

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়